Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

অফিস সম্পর্কিত তথ্য

 

পরিচিতিঃ- উপজেলা পর্যায়ে কাজ করে এমন দপ্তরগুলোর মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য অফিস হচ্ছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস । স্বাধীনতাউত্তর ১৯৭৩-৭৪ সালে সে সময়ে সার্কেল অফিসারের কার্যালয়ে ত্রাণ বিভাগ চালু করা হয় । ধীরে ধীরে এর কার্যক্রম বৃদ্ধি পেতে থাকে । বর্তমানে বাংলাদেশের সকল উপজেলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস রয়েছে । এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় সার্কেল অফিসেও প্রকল্প বাস্তবায়ন অফিস রয়েছে । উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীন । উক্ত অফিস দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয় । এছাড়া সার্বিকভাবে বাস্তবায়িত কর্মসূচী সমুহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী  অফিসার তত্ত্বাবধান করে থাকেন । উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মসূচী সরাসরি তত্ত্ববধানের জন্য জেলা পর্যায়ে রয়েছে জেলা ত্রাণ ও পুর্নবাসন অফিসারের কার্যালয় ।

 

১। মাহমুদা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোবাইল- 01718001968

২। মোঃ মাহবুব আলম শাওন ভূঞা, উপ সহকারী প্রকৌশলী, মোবাইল-01725787980

৩। মোঃ আবুল হাশেম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, মোবাইলঃ 01832616289

৪। আরিফুল ইসলাম তুহিন, কার্য সহকারী, মোবাইলঃ 

 

 

ক্রমিক নং নাম                         পদবী                    মোবাইল নং                   
০১ মাহমুদা খাতুন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা     01718001968
০২ মোঃ মাহবুব আলম শাওন ভূঞা উপ সহকারী প্রকৌশলী 01725787980
০৩ মোঃ আবুল হাশেম          অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর                                   01832616289       
০৪ আরিফুল ইসলাম তুহিন                     কার্য সহকারী  
       

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়,শিবপুর,নরসিংদী।

(১) কাজের বিনিময়ে খাদ্য (২) কাজের বিনিময়ে টাকা (৩) টেষ্ট রিলিফ (৪) অতি দরিদ্রদের জন্য কর্মস্থান কর্মসূচী (৫) ভিজিএফ কর্মসূচীর মত বাংলাদের সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর বাস্তবায়ন করে থাকে। এছাড়া (৬) দুর্যোগ পরবর্তী সার্বিক ত্রাণ কর্মসূচীর যাবতীয় কাজ করে থাকে।